Logo
Logo
×

সারাদেশ

বিএনপি পরীক্ষা দেওয়ার জন্যই দ্রুত নির্বাচন চায়: মীর হেলাল

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

বিএনপি পরীক্ষা দেওয়ার জন্যই দ্রুত নির্বাচন চায়: মীর হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপি পরীক্ষা দেওয়ার জন্যই দ্রুত নির্বাচন চায়। খারাপ ছাত্ররা পরীক্ষাকে ভয় পায়। বিএনপি খারাপ ছাত্র নয়। তা বিএনপি একের পর এক পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে। যতদিন জিয়া পরিবার আছে, ততদিন তাদের ওপর আস্থা রাখতে পারবেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব তাকে নায়কে পরিণত করেছেন। ৭৫ পরবর্তী সময়ে দেশ যখন সংকটে পড়েছিল তখন দেশের হাল ধরেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর নব্বইয়ের দশকে দেশ যখন আবারো সংকটে পড়ে তখন এগিয়ে আসেন দেশনেত্রী খালেদা জিয়া। বর্তমানেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনে পড়ে দেশ যখন গভীর সংকটে পড়ে তখনি তারুণ্যের অহংকার শহিদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান এগিয়ে এসেছে। তার নেতৃত্বে এ দেশ একটি উন্নত গণতান্ত্রিক দেশে পরিণত হবে।

সোমবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।

সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস ও যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলুন উড়িয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বর্ণাঢ্য আনন্দ মিছিলের যাত্রা শুরু করে। চট্টগ্রাম পিএবি সড়কের ক্রসিং মোড় থেকে বর্ণাঢ্য মিছিলটি বের করে মইজ্জারট্যাক মোড়ে এসে শেষ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম