Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জের তিন নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

নারায়ণগঞ্জের তিন নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে মালামাল খালাস করে নোঙ্গর করে রাখা কার্গো লাইটার জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে পাঠানোর জন্য এই তিন নদীতে অভিযান চালিয়েছে বিআইডব্লিটিএ-র ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার সকাল থেকে বিকালে পর্যন্ত বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার ও উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার সোমবার সন্ধ্যায় বলেন, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলগুলো অনেক মালামাল নিয়ে অপেক্ষায় রয়েছে। সেসব মালামাল বহনের জন্য সেখানে লাইটার জাহাজের অভাব। যে কারণে মালামাল বিশেষ করে খাদ্য সামগ্রী খালাস হচ্ছে না।

এ জন্য বিভিন্ন নদীতে লাইটার জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে। তারা যাতে দ্রুত মালামাল খালাস করে বসে না থাকে। দ্রুত চট্টগ্রাম বন্দরে চলে যায়। লোড-আনলোড যাতে ব্যাহত না হয়। প্রথম দিনে জাহাজগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও ধলেশ্বরী নদীতে চ্যানেল বন্ধ করে জাহাজ দাঁড়িয়ে থাকায় একটি জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম