কলমাকান্দায় যুগান্তরের রজতজয়ন্তী পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে কলমাকান্দা প্রেস ক্লাব হল রুমে উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু, মো. কামাল পাশা, কাজল তালুকদার, মোজাম্মেল হক, আব্দুর রশিদ, মাকসুদুর রহমান বিপ্লব, রেজাউল করীম রজন, স্বজন প্রভাষক রাজন সাহা রুপন, মো. সৈকত মিয়া, রাসেল আহম্মেদ, প্রশান্ত কুমার সাহা, সুব্রত সাহা মিঠু প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন চত্রংপুর পূর্বাপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. শাহীন মিয়া।