Logo
Logo
×

সারাদেশ

মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেফতার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেফতার

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা সুলতান আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। রোববার রাতে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুলতান আহম্মেদ (৬৩) উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ছেঁছরাখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। 

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হয়৷ এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

সুলতান আহম্মেদ সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। 

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম