রূপগঞ্জে ডাইং কারখানার গরম পানিতে শ্রমিকের মৃত্যু

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো এলাকায় ডাইং কারখানার গরম পানির ট্যাংকে পড়ে আহত শরিফ মিয়ার (২৫) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় শ্রমিক হিসেবে ডাইং কারখানায় কাজ করতে গিয়ে গরম পানি ভর্তি ট্যাংকে ডুবে এ দুর্ঘটনা ঘটে। শরিফ মিয়ার বাড়ি রূপগঞ্জের কেশরাবো গ্রামে। তার বাবা নাম সিরাজুল হক।
এ ব্যাপারে রাজধানীর শাহাবাগ থানায় ইউডি মামলা করা হয়েছে।