কেশবপুরে চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার রাতে ৩০-৪০ জনের দুর্বৃত্ত দল ১০-১২টি মোটরসাইকেলে গিয়ে দুইতলা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এ সময় চেয়ারম্যানের বাড়ির উঠানে থাকা চারটি ধানের গোলাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস জানান, তিনি, তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজন গিয়ে বাড়ির উঠানে থাকা চারটি ধানের গোলায় আগুন জ্বালিয়ে দেয়। যাতে ৮শ মণ ধান ছিল। একই সঙ্গে তার উঠানে থাকা একটি আলম সাধু, শ্যালোমেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর শুনে এসআই মোকলেসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তিনি এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি।
এসআই মোকলেসুর রহমান জানান, বাড়ির নিচতলায় ঘরের জানালা ও দরজা ভাঙচুর করা হয়েছে। বাড়ির সামনে চারটি তেলের ড্রামে তেল ছিল। ওই তেলে আগুন ধরিয়ে দিলে ধানের গোলায় আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।
কেশবপুরে আওয়ামী লীগের মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মো. মোক্তার আলী। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘৃণিত; কোনো সুস্থ মানুষ এ কাজ করতে পারে না।
জামায়াতে ইসলামীর নেতা বলেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না থাকে ঘটে তার জন্য প্রশাসনকে সহযোগিতা করতে তারা প্রস্তুত।
উল্লেখ্য, আব্দুল কাদের বিশ্বাস ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সরকার পতনের পর তাকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।