গঠনমূলক সংবাদ পরিবেশন করে আরও সমৃদ্ধি করবে যুগান্তর

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করি বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশন করে আমাদের আরও সমৃদ্ধ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
যুগান্তর প্রতিনিধি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, স্বজন সমাবেশ সভাপতি কবি আশরাফ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারি সুলতান আহম্মাদ, সাংবাদিক মফিজুল ইসলাম অলি, আজহারুল ইসলাম, মাসুদ রানা, সমন্বয়ক ও স্বজন সোহাগ মিয়া প্রমুখ।