Logo
Logo
×

সারাদেশ

৪০ দিন পর ফের পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান প্রেমিকার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম

৪০ দিন পর ফের পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান প্রেমিকার

বিয়ের দাবি নিয়ে দ্বিতীয় দফায় চারদিন ধরে প্রেমিক পুলিশ কনস্টেবল হাসান আলীর বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। এ অবস্থায় ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গেছে হাসানের পরিবারের লোকজন।  

পুলিশ কনস্টেবল হাসান আলী মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী ইউনিয়নের ধূসর গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে। তিনি নাটোর জেলা পুলিশে কনস্টেবল হিসাবে কর্মরত। 

ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী জানান, দীর্ঘ চার বছর ধরে হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। এর জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেন হাসান। গত কয়েক মাস আগে তাকে সামাজিকভাবে বিয়ের কথা বলা হলে হাসানের মা বিয়েতে রাজি হননি। 

উপায় না দেখে ওই ছাত্রী পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আসলে হাসানের মা ও স্থানীয়রা তার ছুটি না থাকার কথা বলেন। সেই সঙ্গে ৪০ দিন পরে বিয়ে দেওয়া হবে বলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

তবে ওই সময় পার হওয়ার পরও বিয়ের কোনো খবর না আসায় ফের হাসানের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। 

এদিকে তার অবস্থান নেওয়ার পর থেকেই হাসানের মা ও বোন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

বিয়ের দাবিতে চারদিন ধরে ওই বাড়িতে অবস্থান করছেন উল্লেখ করে ওই ছাত্রী জানান, হাসান তাকে বিয়ে না করলে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হবে তাকে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করবেন বলেও জানান ভুক্তভোগী।  

স্থানীয় ইউপি সদস্য মো. খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এর আগে বিয়ের দাবিতে অবস্থান নিলে ছেলের মায়ের সঙ্গে কথা বলে ৪০ দিনের সময় নেওয়া হয়। সময় শেষ হলে আবারও বিয়ের দাবিতে হাসানের বাড়িতে অবস্থান করছেন মেয়েটি।

এ বিষয়ে পুলিশ সদস্য মো. হাসান আলীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিবালয় থানার ওসি এআরএম আল মামুন বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম