Logo
Logo
×

সারাদেশ

বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে যুগান্তর সবার উপরে

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে যুগান্তর সবার উপরে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। নিরপেক্ষ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশের কারণে যুগান্তর ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

সোমবার দুপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

কেন্দুয়া যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের আহ্বায়ক কবি, ছড়াকার জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, যুগান্তর সব সময় পজিটিভ নিউজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল।  যুগান্তরের সঙ্গে আমার অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে। আমি এক সময় যুগান্তরের বিচ্ছু পাতায় রম্য বিষয়ে লেখালেখি করতাম। যুগান্তর আমার প্রিয় পত্রিকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেস ক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাদেকুর রহমান, সেক্রেটারি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞা, মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহ আলী তৌফিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাংবাদিক হুমায়ুন কবীর, বকুল মিয়া প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম