Logo
Logo
×

সারাদেশ

প্রত্যাশা সংশ্লিষ্টদের

বিদেশিরা কুটির শিল্প দেখতে চাঁদপুরে আসবে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

বিদেশিরা কুটির শিল্প দেখতে চাঁদপুরে আসবে

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও উইমেন চেম্বারের সভাপতি মনিরা আক্তার বলেছেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী নারী আছে যারা নিজেদের অঙ্গনে থেকেও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তাদের জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। আমরা উইমেন চেম্বারের পক্ষ থেকে সে সব নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের যোগ্যতাকে কাজে লাগাতে চাই। 

তিনি বলেন, নারীরা তাদের যোগ্যতা নিয়ে নিজের পায়ে দাঁড়াক। আমরা আগামীতে আরও ক্লাস্টার বেইজ প্রশিক্ষণ দেব। আমরা চাই প্রতিটি ঘর হবে একটি কুটির শিল্প কারখানা। আগামীতে দেশ-বিদেশ থেকে এসব কুটির শিল্প দেখতে মানুষ চাঁদপুরে আসবে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুরে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) উদ্যোগে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কের চাঁদপুর মহিলা সংসদ মিনায়তনে এ কর্মশালা শুরু হয়। চলবে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিয়ে মনিরা আক্তার এসব কথা বলেন। 

এসএমইর আয়োজনে এবং চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই  কর্মশালায় ৩০ নারী অংশগ্রহণ করেছেন। 

মনিরা আক্তার বলেন, দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদেরও এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ট্রেজারার জাহিন আক্তার, পরিচালক জোহরা আনোয়ার হীরা এবং  বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক। 

ট্রেজারার জাহিন আক্তার বলেন, আমাদের দেশে মেয়েরা পাট সামগ্রী দিয়ে নানা সৃজনশীল পণ্য উৎপাদন করে থাকে, যা বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা পাটজাত পণ্য তৈরিতে দক্ষতা অর্জন করতে পারবেন। যা প্রশিক্ষণ শেষে আপনাদের উদ্যোক্তা হতে সহায়ক ভূমিকা রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম