Logo
Logo
×

সারাদেশ

মাকে গাছের সাথে বেঁধে ঘরে আগুন দিল ছেলে

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ এএম

মাকে গাছের সাথে বেঁধে ঘরে আগুন দিল ছেলে

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রোববার  সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আলআমিন পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকুরিচ্যুত হয়। আলআমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। 

এ ঘটনায় আলআমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রবিবার সকালে আলআমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। এলাকাবাসী পুলিশে খবর দেয়।  

ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আলআমিন পালিয়ে তাকে। পরে পুলিশ চলে আসার পর আলআমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে পেট্রোল দিয়ে বসত ঘরটি আগুনে পুড়িয়ে দেয়। 

আগুনে সবকিছু ভষ্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আলআমিন কে আটক করে থানায় নিয়ে আসে। 

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেধে ছেলে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আলআমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় মামলা করবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম