Logo
Logo
×

সারাদেশ

গ্রেফতার পুলিশ কর্মকর্তা মান্নান সিলেটের কারাগারে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

গ্রেফতার পুলিশ কর্মকর্তা মান্নান সিলেটের কারাগারে

সিলেটের জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকালে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোর্ট রেজিস্ট্রার জমশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মান্নানকে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে আব্দুল মান্নানকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়। শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়।

রোববার সেখান থেকে সিলেটে আনা হয়। বিকাল ৪টার দিকে হাজির করা হয় আদালতে। ১৫ মিনিটের মধ্যেই তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম