Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা অনন্য নিয়ামক: সামীমুজ্জামান

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল (পটুয়াখালী)

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা অনন্য নিয়ামক: সামীমুজ্জামান

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মো. সামীমুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা অনন্য নিয়ামক। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রোববার সকাল ৯টায় পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, একটি সুন্দর জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন, জেলা বিএনপির সাবেক সদস্য আ. মালেক মৃধা, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল আহমেদ খান, সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান গাজী, উপজেলা যুবদলের সদস্য-সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ ও ছাত্রদলের সদস্য-সচিব মো.সুমন শরীফ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আশরাফ। পরে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান শেষে খেলাধুলা শুরু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম