Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল দিয়ে তিন দিনে ১৭৫ ট্রাক ফল আমদানি, কমেছে দাম

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

বেনাপোল দিয়ে তিন দিনে ১৭৫ ট্রাক ফল আমদানি, কমেছে দাম

ধর্মঘট শেষে বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ১৭৫ ট্রাক ফল আমদানি হয়েছে। ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার ৭০ ট্রাক, শনিবার ৬৩ ট্রাক এবং রোববার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪২ ট্রাক তাজা ফল ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস’ অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে গত মঙ্গলবার ও বুধবার এ স্থলবন্দর দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধ থাকে।

এ দিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারো বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দুই দিন বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার ও প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় একশ ট্রাক ফল আমদানি হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার’ অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে বেনাপোলে বন্দরে কোনো ফল আমদানি হয়নি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কথা চিন্তা করে দুই দিন পর পুনরায় ফল আমদানি শুরু করে। তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

জানা যায়, ভারত থেকে যে সব খাদ্যদ্রব্য আমদানি হয়, তার মধ্যে একটি অংশ রয়েছে আপেল, আঙুর, কমলা, মাল্টাসহ বিভিন্ন প্রকারের তাজা ফল।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, তিন দিনে এ বন্দর দিয়ে প্রায় ১৭৫ ট্রাক ফল আমদানি হয়েছে। পরীক্ষণ ও রাজস্ব পরিশোধ শেষে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে তা দ্রুত খালাস দেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম