Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরের কুলখানিতে অংশ না নেওয়ায় জামাই বাড়িতে হামলা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

শ্বশুরের কুলখানিতে অংশ না নেওয়ায় জামাই বাড়িতে হামলা

পটুয়াখালীর বাউফলে শ্বশুরের কুলখানি অনুষ্ঠানে না যাওয়ায় জামাই বাড়িতে  হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার জমি চাষের সময় ট্রাক্টর উল্টে ওই এলাকার পারভেজ মাতুব্বরের শ্বশুর মানিক রাঢ়ী মারা যান। রোববার তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এ উপলক্ষে মানিক রাঢ়ীর ছেলে সাকিল রাঢ়ী তার ভগ্নিপতি পারভেজ মাতুব্বরকে দাওয়াত দেন; কিন্তু দোয়া মিলাদে তিনি অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে সমন্ধি সাকিলের নেতৃত্বে ১০-১২ জন ভগিনীপতি পারভেজ মাতব্বরের বাড়িতে এসে তার বসতঘরে হামলা চালিয়ে দরজা-কপাটসহ আসবাবপত্র, থালাবাঁটি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ সময় ভগিনীপতি পারভেজ মাতুব্বর (২৭), তার মা হালিমা বেগম (৪৫) এবং বোন তানজিলাকে (১৯) মারধর করা হয়।

পারভেজ মাতুব্বর অভিযোগ করেন, দাম্পত্য কলহের কারণে আমার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ কারণে অভিমান করে তিনি শ্বশুরের দোয়া মিলাদ ও খাবারের অনুষ্ঠানে যাননি। এর পরিপ্রেক্ষিতে সমন্ধি সাকিল রাঢ়ীর নেতৃত্বে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং তাকেসহ তার মা ও বোনকে মারধর করা হয়।

এ ঘটনা চলাকালে পারভেজ মাতুব্বরের বাবা সিদ্দিক মাতুব্বর থানা পুলিশকে খবর দিলে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের আটক করেনি। পারভেজ জানান, তার বাড়ি ও শ্বশুরবাড়ি পাশাপাশি।

এ ব্যাপারে সাকিল রাঢ়ী বলেন, আমার বোন মীম আমাদের বাড়িতে থাকে। সকালে তিনি আমার বাবার দোয়া মিলাদ ও খাবার অনুষ্ঠানের দাওয়াত দিতে শ্বশুরবাড়ি গেলে আমার ভগিনীপতি তাকে মারধর করে আটকে রাখে। এরপর নিজেই তার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেয়। পরে আমরা খবর পেয়ে ওই বাড়ি গিয়ে আমার বোনকে উদ্ধার করে নিয়ে আসি।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম