Logo
Logo
×

সারাদেশ

কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতিসহ আটক ২

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতিসহ আটক ২

কুষ্টিয়ার কুমারখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোরে পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে এবং বেলা ১২টার দিকে উপজেলা মোড় থেকে সভাপতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) এবং মো. মেজবাউল হক হৃদয় (২১)।

কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে  ভোর সাড়ে ৫টার দিকে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে ও পরে পৌর ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করে তাদের নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম