Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর, আহত বাবা

Icon

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর, আহত বাবা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আশাদুল সিকদার (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আশাদুলের বাবা মোটরসাইকেল চালক রাশেদ সিকদার।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন খলিফা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশাদুল চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আগস্তী বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি তুলতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন রাশেদ। তারা খলিফা বাড়ির সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীরা। গুরুত্বর আহত হন আশাদুল ও তার বাবা রাশেদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আশাদুল মারা যায়।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়ন পরিষদে ছবি তুলতে আসার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম