Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া জাসদ অফিসে ‘আবু সাঈদ জামে মসজিদ’

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া জাসদ অফিসে ‘আবু সাঈদ জামে মসজিদ’

ছবি: সংগৃহীত

বগুড়া শহরের সাতমাথায় গুঁড়িয়ে দেওয়া জাসদ (ইনু) কার্যালয়ের জায়গায় ‘আবু সাঈদ জামে মসজিদ’ এবং পাশে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জায়গায় ‘আওয়ামী আবু জেহেল টয়লেট’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এ ঘোষণার সময় সেখানে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে ডা. আবদুল্লাহ সানি বলেন, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের নামে এখানে ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ স্থাপন করা হবে।

এর আগে ওই জায়গার মালিকানা দাবি করে এক ব্যক্তির লাগানো ব্যানার খুলে ফেলা হয়।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম