কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্সের ফ্যাক্টরি দিবস উদযাপন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহে যমুনা ইলেকটনিক্স অ্যান্ড অটোমোবাইলস কারখানায় নানা আয়োজনে ফ্যাক্টরি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার কারখানার বিভিন্ন বিভাগের শত শত শ্রমিক কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের উৎসাহিত করতে প্রথমবারের মতো যমুনা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি দিবসের আয়োজন করে। দিবসটিতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় ঢাকা থেকে আসা যমুনা গ্রুপ ও কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মতবিনিময় করা হয়।
এ সময় কারখানার কর্মকর্তা ও সাধারণ শ্রমিকরা জানান, প্রয়াত চেয়ারম্যান এই কারখানা তৈরি করে তাদের জীবন ও জীবিকার ব্যবস্থা করে গেছেন। বর্তমানে বাংলাদেশে যমুনাই সেরা। ফ্যাক্টরি দিবস সবার জন্য একটি মিলনমেলা। ভবিষ্যতেও যমুনার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভায় যমুনা গ্রুপের পরিচালক (এইচসিএম) আফসার উদ্দিন বলেন, যমুনা আমাদের সারা দেশে পরিচয় করিয়ে দিয়েছে। এ বছর প্রথম আমরা ফ্যাক্টরি দিবস পালনের উদ্যোগ নিয়েছি। আমরা একটা টিম হিসাবে কাজ করি। সারা দেশে যমুনার পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় আরও বক্তৃতা করেন-যমুনা গ্রুপের পরিচালক (কমার্শিয়াল) এবিএম শামসুল হাসান, পরিচালক (ব্র্যান্ড) সেলিম উল্লাহ সেলিম, পরিচালক (সেলস) ড. শাখাওয়াত হোসেন, এইচ ও বি (জিল) সাজ্জাদুল ইসলাম, জিএম (আইটি) মেহেদী হাসান, জিএম সেলস (মোটরসাইকেল) মেজবাহ উদ্দিন আতিক, জিএম জিল (অ্যাকাউন্টস) শফিক উদ্দিন আহম্মেদ, সিনিয়র জিএম (ভ্যাট) মুজিবুর রহমান, জিএম (ভ্যাট) জাহাঙ্গীর হোসাইন, জিএম (প্লাজা) শিমুল, সিনিয়র জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) শরিফুদ্দিন রুহিত, জিএম (অ্যাডমিন) শাহাদাৎ হোসাইন, প্রধান প্রকৌশলী এরশাদ হোসাইন, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মাকসুদুর রহমান প্রমুখ।