Logo
Logo
×

সারাদেশ

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে শাহজাদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার ২০/৩০ সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করছিলেন। তখন  সেখানে আগে থেকে উপস্থিত জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির অপর সদস্য ড. এমএ মুহিতের সমর্থক ও নেতাকর্মীরা প্রবেশে বাধা দিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া ও মারপিটে সাংবাদিকসহ ২৫ জন আহত হন।

গোলাম সরোয়ার বলেন, তার সমর্থকদের নিয়ে তিনি দুপুর ১টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির অপর সদস্য ড. এমএ মুহিতের সমর্থকরা প্রবেশে বাধা দিয়ে লঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তিনি ও তার লোকজন দৌড়ে পালানোর সময় প্রতিপক্ষের লোকজন তাকেসহ তার ২০ জন সমর্থককে পিটিয়ে আহত করে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, গোলাম সরোয়ার ঢাকায় রাজনীতি করলেও গত ১৭ বছরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। হঠাৎ তিনি স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে আওয়ামী লীগ ও নিষ্ক্রিয়দের সঙ্গে নিয়ে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন। এ সময় আগে থেকে পার্টি অফিসে অবস্থান করা নেতাকর্মীরা বাধা দিলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় আমাদের পক্ষের দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় ড. এমএ মুহিতের সমর্থকদের হামলায় সাংবাদিক সেলিম হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম