Logo
Logo
×

সারাদেশ

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ নেতার প্রতিকৃতি

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ নেতার প্রতিকৃতি

টাঙ্গাইলের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত, সাবেক গণপরিষদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের নাম ফলক এবং প্রতিকৃতি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

শনিবার বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে দেখা গেছে, ফজলুর রহমান খান ফারুকের নাম ফলক ও প্রতিকৃতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

শুক্রবার দিবাগত রাতের আঁধারে কে বা কারা হামলা চালিয়ে ফজলুর রহমান খান ফারুকের নাম ফলক এবং প্রতিকৃতিটি গুঁড়িয়ে দিয়েছে, তা জানেনা বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সারা দেশের মতো এখানেও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফজলুর রহমান খান ফারুকের ছেলে খান আহমেদ শুভ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ফারুকের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ৭নং ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামে। স্কুলের সামনে থেকে একজন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ও শিক্ষানুরাগীর নাম ফলকসহ প্রতিকৃতি ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় এলাকায় সুধীজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, ফজলুর রহমান খান ফারুক শুধু মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নয়, মির্জাপুর ডিগ্রি কলেজ, ওয়ার্শি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়সহ টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের নাম ফলক ও প্রতিকৃতি ভেঙে ফেলায় আমরাও মর্মাহত। কে বা কারা ভেঙেছে তা জানা যায়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম