Logo
Logo
×

সারাদেশ

শাহজাদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের দুই ম্যুরাল

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

শাহজাদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের দুই ম্যুরাল

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

শুক্রবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত নতুনমাটি এলাকায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের ম্যুরাল ও চালতাতলা সড়কে মুক্তিযোদ্ধার নামের ফলক ভেঙে ফেলেছে বিক্ষুব্ধরা।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের একটি টিনশেড ঘরের চালসহ দুটি ঘরের দরজা-জানালা ভাঙচুর করে খুলে নিয়ে যায়। শুক্রবার রাতে অবশিষ্ট অংশ ভেকু দিয়ে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

ক্যাপশন-১, ২ 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও শেখ মুজিবের মুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম