Logo
Logo
×

সারাদেশ

ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে জেরিন (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের সুলতান হোসেনের মেয়ে জেরিন। তিনি শারিরীক, বুদ্ধি ও বাক প্রতিবন্ধী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জেরিন জন্মগতভাবে প্রতিবন্ধী। সে নিজে কোনো খাবারও তুলে খেতে পারত না। তবে হামাগুড়ি দিয়ে সামান্য চলাফেরা করতে পারত। এ জন্য পরিবারের লোকজন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখত।

শনিবার সকালে ছাড়া পেয়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জেরিন। সকাল ৮ টার দিকে স্থানীয়রা পানিতে তার মরদেহ ভাসতে দেখলে তা উদ্ধার করে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম