Logo
Logo
×

সারাদেশ

যমুনা সেতুতে বেড়াতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ এএম

যমুনা সেতুতে বেড়াতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর

যমুনা সেতুতে বেড়াতে গিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন- রাকিব (২৮) ও রিজভী (২৭) টাঙ্গাইল শহরের বাসিন্দা হবে বলে যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন জানিয়েছেন। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।

শুক্রবার রাত ১১ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন। তিনি জানান, যমুনা সেতু এলাকায় বেড়াতে এসে পরে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে টাঙ্গাইল দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা পৌঁছালে এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই বন্ধু লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম