মিছিলে গুলি, ধামরাইয়ে আইনজীবী-ছাত্রলীগ নেতা গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ এএম

ঢাকার ধামরাইয়ে তানসিন খান অনিক নামে এক আইনজীবী ও মো. হিমেল হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে ধামরাই পৌর শহরের হুজুরীটোলা মহল্লা ও বউবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আইনজীবী মোহাম্মদ তানসিন চৌধুরী অনিক ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর শহরের হুজুরীটোলা মহল্লার ব্যবসায়ী ফেরদৌস খানের ছেলে। মো. হিমেল হোসেন ধামরাই পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তাদের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ, হত্যা, থানা ভাঙচুর অস্ত্র মালখানার রক্ষিত মালামাল লুটপাট অগ্নিসংযোগ, উপজেলা পরিষদ ও পৌর ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগসহ তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহিদ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মো. আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। এ হত্যা মামলায় এ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আইনজীবী মো. চৌধুরী অনিক ও হিমেল চৌধুরী নামে ওই দুই ছাত্রলীগ নেতাকে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে ঢাকাস্থ ধামরাই বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড প্রার্থনা করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ধামরাই থানায় আনা হবে। রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।