Logo
Logo
×

সারাদেশ

৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ

Icon

শেরপুর (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে চোরাইপথে আনা ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

শুক্রবার সকালে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিমের মাঠ থেকে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব জিরা জব্দ করেন।

শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব জিরা জব্দ করা হয়েছে। এছাড়াও হালুয়াঘাট সীমান্তের সূর্যপুর ক্যাম্পের বিজিবি সদস্য এবং আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা একই দিনে পৃথক অভিযান চালিয়ে আরও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ব্লেড জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তা ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসেন।

এছাড়াও নালিতাবাড়ী সংলগ্ন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কচুয়াকুড়া এলাকা থেকে ৮৩৩ কেজি ভারতীয় জিরা এবং একই উপজেলার আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম