গাছ কাটার সময় পড়ে গিয়ে প্রাণ গেল যুবকের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম
![গাছ কাটার সময় পড়ে গিয়ে প্রাণ গেল যুবকের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/nilphamari-67a638cbe70f4.jpg)
নীলফামারীর ডিমলায় গাছ কাটতে গিয়ে সাদেকুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদেকুল ইসলাম ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি গাছ কাটা শ্রমিকের কাজ করে সংসার চালাতেন।
জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় মিলনের বাড়িতে ইউক্যালিপটাস গাছ কাটার সময় পড়ে যান সাদেকুল। এ সময় স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় ডিমলা হাসপাতালে নিয়ে যায়। দুপুরে হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডিমলা থানার ওসি ফজলে এলাহি বলেন, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।