Logo
Logo
×

সারাদেশ

পিরোজপুরে সাবেক মন্ত্রী ও নেতাদের বাড়িঘরে আগুন

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

পিরোজপুরে সাবেক মন্ত্রী ও নেতাদের বাড়িঘরে আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের উপজেলা সদরের বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। এর পরপরই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন খানের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়।

ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় মন্ত্রী রেজাউল করিমের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীনের নাজিরপুরের বাড়িতেও। একই সময় নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এসব কাজে অংশগ্রহণ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা উপজেলা সদরে একত্র হয়। এরপর মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম বায়জীদ হোসেনের পিরোজপুর পৌর শহরের বাইপাস সড়কের বাড়িতে প্রথমে লুটপাট ও ভাঙচুর করে; পরে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সাবেক সভাপতি ও মঠবাড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বায়জীদ আহমেদ খানের মঠবাড়িয়ার পৌর এলাকার বাড়িতেও। বিক্ষুব্ধ জনতা রাত ১০টার দিকে এ ঘটনা ঘটায় বলে জানান স্থানীয়রা।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। গত ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম