গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
![গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/6-67a6158b26585.jpg)
ফতুল্লায় অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী কবির হোসেন। শুক্রবার ভোরে ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা এ ঘটনায় কবির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন। অঞ্জু বেগম (৩৫) একই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, লরিচালক কবির ও অঞ্জু বেগমের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। এ নিয়ে একাধিকবার বিচারও হয়েছে।
ভোরে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এতে কবির ক্ষিপ্ত হয়ে অঞ্জু বেগমকে বেধড়ক মারধর করে তার একটি হাত ভেঙে দেয় এবং শ্বাসরোধে হত্যা করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, পারিবারিক কলহে ভোরে কোনো এক সময় অঞ্জু বেগমকে তার স্বামী কবির হোসেন মারধর করেন এবং শ্বাসরোধে হত্যা করেছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কবিরকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।