Logo
Logo
×

সারাদেশ

আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু, থাই বিমানের জরুরি অবতরণ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু, থাই বিমানের জরুরি অবতরণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী থাই এয়ারওয়েজের বিমানের এক যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রীর নাম সাজ্জাদ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।

বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে পাঠানো তথ্যে জানানো হয়- বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী বিমানটি জরুরি অবতরণ করলে সংশ্লিষ্ট চিকিৎসকরা প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয়- থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট THA৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে। বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন। সাজ্জাদ নামের ওই যাত্রীর বিষয়ে তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালককে অবহিত করেন। রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার বিমানে প্রবেশ করে ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ওই যাত্রী বিমান অবতরণের আগেই মারা গিয়েছিলেন বলে চিকিৎসকদের ধারণা। তারপরও তার মৃত্যু নিশ্চিত করতে যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। থাই এয়ারওয়েজের কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আমাদের জানায়। পরে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম