Logo
Logo
×

সারাদেশ

ঘরে ঢুকতেই মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

ঘরে ঢুকতেই মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

পিরোজপুরের নাজিরপুরে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী। 

স্থানীয় নুর ইসলাম শেখ বলেন, তিনি ওই নারীর খেজুর গাছ কাটেন। তারই রস দিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেয়ে পাশের বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা এসে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান। 

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, খবর পেয়ে বাড়িতে এসে খাটের ওপর মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পাই। 

তিনি জানান, স্থানীয় বিএনপি নেতা আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুসহ একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মাকে হত্যা করা হতে পারে। 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, এমন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। 

নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পেছনে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

জেলা পুলিশের সদর সার্কেল নাছরিন জাহানসহ পিবিআই সদস্যরা ঘটনার তদন্ত করছেন বলেও উল্লেখ করেন তিনি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম