সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ডভ্যানচাপায় ডাকাত নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম
![সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ডভ্যানচাপায় ডাকাত নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/3-(28)-670ed85f8a8be-67a5edbb7600b.jpg)
সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ডভ্যানচাপায় এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার সময় চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শিমুলতলী মোড়ের উত্তর পাশে বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্যের নাম মহসিন হোসেন (৩৮)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, ঢাকার নবাবপুর থেকে কচুয়াগামী স্পর্শ এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান কচুয়া বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসছিল। শিমুলতলী বটতলা নামক স্থানে এলে সংঘবদ্ধ ডাকাত দল গাছের গুঁড়ি ফেলে গতিরোধের চেষ্টা করে এবং চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে চালক কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় উলটে যায়। এতে এক ডাকাত সদস্য গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পরেই কচুয়া থানার টহল পুলিশ এসআই আনোয়ার হোসেন গাড়িতে আটকে পড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। শুক্রবার ভোরবেলায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় কাভার্ডভ্যান, গাছ কাটার করাত, গাছের গুঁড়ি জব্দ করা হয়।
কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতির জন্য সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় এবং চালককে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার দিন টহলরত পুলিশের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।