Logo
Logo
×

সারাদেশ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় রোকসানা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পূবাইল থানার মাজুখান-হারবাইদ রেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত রোকসানা পূবাইল থানার মাজুখান উওরপাড়া এলাকার মৃত রহমান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোকসানা মানসিক রোগী। ভোরে বাসা থেকে না বলে বের হয়ে রেললাইনে হাঁটছিলেন তিনি। এ সময় লেবেল ক্রসিংয়ে গেলে সিলেট থেকে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের জোরে ধাক্কা লাগে রোকসানার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম