Logo
Logo
×

সারাদেশ

সাবেক হুইপ ও বিচারপতির বাড়িসহ আ.লীগের জেলা-উপজেলা কার্যালয় ভাঙচুর

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

সাবেক হুইপ ও বিচারপতির বাড়িসহ আ.লীগের জেলা-উপজেলা কার্যালয় ভাঙচুর

জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই সাবেক বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র-জনতা।  এছাড়া দিনাজপুর আওয়ামী লীগের জেলা ও সদর উপজেলা কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কয়েকশ ছাত্র ও স্থানীয় লোকজন বুলডোজার কর্মসূচিতে অংশ নিয়ে এ ভাঙচুর চালায়। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বুলডোজার নিয়ে প্রথমে দিনাজপুর সদর হাসপাতাল এলাকার ইকবালও তার ভাই ইনায়েতের বাসভবনে যায়। সেখানে নতুন বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও ৫ আগস্ট ওই বাড়িটি ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর পুনঃনির্মাণ করা হয়।

এছাড়া গভীর রাতে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ আওয়ামী লীগ জেলা কার্যালয় এবং পার্শ্ববর্তী দিনাজপুর সদর উপজেলা কার্যালয়ে বুলডোজার নিয়ে যাওয়া হয়। সেখানে দুই কার্যালয়ের সামনের অংশ ভেঙ্গে ফেলা হয়। 

এছাড়া ওই রাতে দিনাজপুর জেলার খানসামা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ অফিসও বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে ছাত্র-জনতা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম