গাইবান্ধা আ.লীগ কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
![গাইবান্ধা আ.লীগ কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/pic-(1)-67a5dcc0c5350.jpg)
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় এ ভাঙচুরে অংশ নেন কয়েকশ ছাত্র-জনতা।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শহরের পৌর শহীদ মিনার চত্বরে জমায়েত হয় ছাত্ররা। পরে সেখান থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায় তারা। সবশেষে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় বিক্ষুদ্ধ ছাত্ররা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।
এছাড়া সৈরাচার সরকারের নেতাকর্মীদের গ্রেফতার ও বিদেশ থেকে এনে বিচারের দাবী জানিয়ে স্লোগান দেন ছাত্ররা।