Logo
Logo
×

সারাদেশ

বাঘায় দুই আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

বাঘায় দুই আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীর বাঘায় দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই দুই বাড়িতে দেওয়া হয় আগুন। তবে এর জন্য বিএনপি নেতাকর্মীকে দায়ী করছে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতারা।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার কিশোরপুর হাজামপাড়া ও কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের হাজামপাড়া গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। পরে ভাঙচুর করে দেওয়া হয় আগুন। একই সময়ে কেশবপুর গ্রামের প্রদীপ কুমার মাস্টারের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আবদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আমার বসতবাড়িটি পুড়িয়ে দিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করুন, আমিন।’

আর প্রদীপ কুমার মাস্টার বলেন, ‘একদল লোক এসে বাড়ির সামনে জড়ো হয়। তারপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এর সাবেক সংসদ সদস্যা শাহারিয়ার আলমের গ্রামের বাড়িতে  আগুন দেয় বিক্ষব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম