ভুট্টা খেতের পাশে মিলল ভ্যানচালকের গলাকাটা লাশ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
মাদারীপুরের শিবচরে ভুট্টা খেতের পাশ থেকে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর মুন্সীকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম মিজান গাজী (২২)। তিনি শিবচরের উমেদপুরের চরকাচিকাটার লাভলু
গাজীর ছেলে।
পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ভ্যান
নিয়ে বের হয় মিজান। রাতেও বাড়ি ফিরেননি তিনি। পরিবারে লোকজন রাতভর বিভিন্ন জায়গায়
খোঁজাখুঁজি করে তাকে পাননি। সকালে উপজেলার কাদিরপুরের ভুট্টা খেতের পাশে গলাকাটা
মরদেহ পাওয়া গেছে এমন খবরে সেখানে যায় পরিবারের লোকজন। পরে মিজানকে শনাক্ত করে
পরিবারটির সদস্যরা।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের
জেরে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’