ফেনীতে সাবেক দুই এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয় ভাঙচুর
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম
ফেনীর সোনাগাজীতে শেখ হাসিনার প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিন চৌধুরী বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ছাত্র-জনতা। এছাড়া ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ হামলা ও ভাঙচুর কাজে অংশ নেয় কয়েকশ স্থানীয় ছাত্র-জনতা।
স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার রাতে ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে হামলার ঘোষণা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে নাসিমের বাড়ির দিকে রওনা দেন। সন্ধ্যা ৭ টার দিকে সোনাগাজীর ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় তারা।
পরে ফেনী রেলস্টেশন রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হয়।
অন্যদিকে রাত ৯টায় সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিনের সোনাগাজী সুলাখালী গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
এতে অংশ নেওয়া সোহরাব হোসেন শাকিল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় ৭টায় প্রোগ্রাম দেওয়া হয়েছিল। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহত ভাইয়েরা মিলে আজকের কর্মসূচি পালন করি।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।