Logo
Logo
×

সারাদেশ

জুলাই আন্দোলনের সংবাদ যুগান্তরে সঠিকভাবে উপস্থাপনা করা হয়েছে

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

জুলাই আন্দোলনের সংবাদ যুগান্তরে সঠিকভাবে উপস্থাপনা করা হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসবে ২৬ বছরে পদার্পণ ও  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কেটে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী প্রেস ক্লাবের হলরুমে দৈনিক যুগান্তরের ইন্দুরকানী প্রতিনিধি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে উপজেলার স্বজন সমাবেশের আহবায়ক মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মোহাম্মদ আলী।

সভায় বক্তব্য রাখেন- ইন্দুরকানী উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মদ, সদস্য সচিব  মো. আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফায়জুল কবির, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি খান নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- ইন্দুরকানী দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, আমার দেশ সাংবাদিক মো. সাহিদুল ইসলাম শহীদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কালাম গাজী, সাধারণ সম্পাদক কেএম শামীম রেজা, প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আল আমিন হোসেন, সাংবাদিক আলতাফ হোসেন, শাফিকুল ইসলামসহ শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের আত্মার মাফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, দেশের জন্য দৈনিক যুগান্তর পত্রিকাটি সবার গ্রহণযোগ্য। সঠিক প্রতিবেদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায়। বিভিন্ন দুর্নীতি ও জুলাই আন্দোলনের সংবাদ যুগান্তরে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম