মানিকগঞ্জে ছাত্রলীগের শাস্তির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
শেখ হাসিনার আমলে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের হাতে এ স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতারা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক অয়ন খান, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ আই হিরা, রাগীব নুর আবির, মাহফুজুল বারী মুগ্ধ, সাবেক সদস্য মাজেদুল ইসলাম ইমন, মেহবুব চৌধুরী রাফি, সিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। তাদের তাণ্ডবের শিকার হয়েছেন নিরীহ শিক্ষার্থীরা। আমরা এ অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এর জন্যই অধ্যক্ষের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চাই, তদন্তসাপেক্ষ এর সুষ্ঠু বিচার হোক।