Logo
Logo
×

সারাদেশ

মুকসুদপুরে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

মুকসুদপুরে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে উপযুক্ত বিচারের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠান বরাবর স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা বিএনপি কার্যালয় হতে একটি র্যালি সরকারি মুকসুদপুর কলেজে গিয়ে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ,  যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপু, যুগ্ম সম্পাদক তুহিন ইসলাম তানভীরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম