যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর পদ্মায় বাঁশের বেড়া অপসারণ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম
![যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর পদ্মায় বাঁশের বেড়া অপসারণ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Feb-67a4e271efb10.jpg)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে জাটকা নিধনের বাঁধ নিয়ে দৈনিক যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বাঁধটি অপসারণ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দিনভর চরভদ্রাসন ও সদরপুর উপজেলা প্রশাসন মিলে প্রায় এক কিমি. আয়তনের পদ্মা নদীর আড়াআড়ি বাঁধটি অপসারণ করা হয়। প্রশাসন পদ্মা নদীর সারি সারি বাঁশ লেবার দিয়ে উঠিয়ে ফেলে। বাঁশের নিচের অংশে পানির মধ্যে জাল দিয়ে ঘেরা বেড়াটি কেটে বাঁধ অপসারণ করা হয়।
এ বাঁধটি অপসারণের সময় উপস্থিত ছিলেন- চরভদ্রাসন ইউএনও মনিরা খাতুন, সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, মেহেদী হাসান, এসআই মাহমুদুল হাসান, ইউএনওর সিএ শেখ উজ্জল ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন প্রমুখ।
জানা গেছে, গত ১৫ দিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল পদ্মা নদীর ওই পয়েন্টের দুটি বালুচরের মধ্যবর্তী জলমহালে আড়াআড়িভাবে বাঁশের সারি পুতে বাঁধ নির্মাণ করেন। পদ্মা নদীর দুটি চরের মধ্যবর্তি এক কিমি. জলমহাল এলাকা জুড়ে পুতে রাখা বাঁশের পানির নিচের অংশের গায়ে জাল দিয়ে ঘিরে রেখে মাছ চলাচলের পথ বন্ধ করে জাটকা আটকের জন্য বাঁশের বেড়া তৈরি করা হয়। বাঁশের বেড়ার কিছু দূর পরপর জালের ফাঁদ পেতে নিধন করা হচ্ছিল মণ মণ জাটকা ইলিশ।
এ বিষয়ে গত ৩০ জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। বৃহস্পতিবার দিনভর লোকজন নিয়ে বাঁশের বেড়ার বাঁধটি অপসারণ করে প্রশাসন।