ঝুট ব্যবসার দখল নিয়ে গাজীপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
![ঝুট ব্যবসার দখল নিয়ে গাজীপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Motor-bike-py-67a4dc6b15832.jpg)
ছবি: যুগান্তর
গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাসন থানার ভিটিপাড়া এলাকায় এ ঘটনায় পাঁচটি মটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পালটাপালটি হামলায় পাঁচজন আহত হয়েছেন।
এদের মধ্যে
গুরুতর আহত হয়েছেন আব্দুল জব্বার রিতু (৪৩), পিন্টু (৪৫) ও সিরাজুল হক। অন্য দুজন প্রাথমিক
চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন ভিটিপাড়া
এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমানের সমর্থক আব্দুল জব্বার রিতু ম্যানাল
ফ্যাশন নামের একটি পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী ঝুট বের করতে যান।
এ সময় ওই ওয়ার্ড
বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল সভাপতি নাজমুল ইসলাম জুয়েল ও যুবদল
সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের নেতৃত্বে ৪০/৫০ জন আব্দুল জব্বার রিতুসহ তার লোকজনের
ওপর হামলা করে। এতে ধারাল অস্ত্রের আঘাতে আব্দুল জব্বার রিতু, পিন্টু ও সিরাজুল হক
গুরুতর জখম হন।
এদিকে এ ঘটনার
জেরে বিএনপি নেতা আতাউর রহমানের সমর্থক মিনহাজ নামের একজনের বাড়িতে হামলা ও ভাঙচুর
চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে
জানা গেছে, হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং কারখানার
পাশে রাখা পাঁচটি মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে বাসন থানার
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহতদের
উদ্ধার করে প্রথমে নগরীর নাওজোড় জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে
আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল
ও একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নাম প্রকাশ
না করার শর্তে গার্মেন্টসের এক কর্মকর্তা জানান, শুধু আজকে হামলা নয়, এর আগেও ওয়ার্ড
বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা নাজমুল ইসলাম ও সারোয়ার তাদের
লোকজন নিয়ে জোরপূর্বক ঝুট নেওয়ার জন্য একাধিকবার ফ্যাক্টরির গেটে মহড়া দিয়ে আতঙ্কের
সৃষ্টি করেছে। তাদের মহড়ার দৃশ্য সিসিটিভি
ফুটেজে সংরক্ষিত আছে।
এ বিষয়ে ১৪
নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের কাছে জানতে চাইলে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম
না। খবর পেয়ে গিয়ে দেখি ঝামেলা শেষ হয়ে গেছে।
১৪ নম্বর ওয়ার্ড
যুবদল সভাপতি নাজমুল হোসেন জুয়েল জানান, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে ঝুট দেবেন বলে
আশ্বাস দিয়েছিলেন। এ নিয়ে কথা-বার্তাও হয়েছে কিন্তু বৃহস্পতিবার বাসন থানা বিএনপি সভাপতি
ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান ও তার লোকজন ঝুট নিতে গেলে ঝামেলা বাধে।
বাসন থানা বিএনপির
সভাপতি তানভীর সিরাজ জানান, কারখানা মালিক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর
রহমানের চুক্তি করে দিয়েছেন। ওই চুক্তি মোতাবেক ব্যবসায়ী আব্দুল জব্বার রিতু ঝুট আনতে
গিয়েছিলেন। এ সময় গুলি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে হামলা করা হয়েছে।
এছাড়া মিনহাজ নামের এককর্মীর বাড়িতে ভাঙচুর করেছে।
এদিকে মহানগরের
গাছা এলাকার ইস্ট ওয়েস্ট নামে আরেক কারখানায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে বলে জানা
গেছে। সেখানে এক গ্রুপের নেতৃত্বে ছিলেন গাছা থানা বিএনপির বহিষ্কৃত নেতা ফারুক খান,
অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন গাছা থানা বিএনপির সহসংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া।