Logo
Logo
×

সারাদেশ

শাওনের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম

শাওনের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

জামালপুর সদর উপজেলার নরুন্দীতে মেহের আফরোজ শাওনের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় নরুন্দীর স্টেশন রোড এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে গেলে উৎসুক জনতা তাদের ফিরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী নরুন্দী স্টেশন এলাকার ঝামেলা বেগম জানান, সন্ধ্যার দিকে একদল জনতা হুট করে এসে অভিনেত্রী শাওনের (সাবেক মহিলা এমপি তহুরা আলীর) বাড়িতে আগুন দিয়ে উল্লাস করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, অভিনেত্রী শাওন সবসময় দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে যাচ্ছেন- বিধায় আমরা আজ তার বাড়িতে আগুন দিয়েছি।

নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. ওবায়দুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আগুন লাগিয়েছিল, পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, নরুন্দীর ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা কোনো সহিংসতায় বিশ্বাস করে না। তবে ফ্যাসিবাদীদের চক্রান্ত রুখতে সাধারণ জনতার যেকোনো আন্দোলনের সঙ্গে তারা পাশে থাকবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম