Logo
Logo
×

সারাদেশ

ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তি, অবশেষে সেই বিএনপি নেতা বহিষ্কার

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তি, অবশেষে সেই বিএনপি নেতা বহিষ্কার

কুমিল্লার তিতাসে গানের মঞ্চে ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তি এবং আলেমদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া বিএনপি নেতা মো. ছাবিকুল ইসলামকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে ছাবিকুলকে দলের সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। 

মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।

ছাবিকুল ইসলাম উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদে দায়িত্বরত ছিলেন। 

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি গানের মঞ্চে ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তি করেন। এছাড়া আলেমদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এরপর এলাকার মুসলিম ও ছাত্র-জনতা প্রতিবাদ করে আসছে এবং ছাবিকুলকে দল থেকে বহিষ্কার করাসহ সাত দফা দাবি তুলে আসছিল। বৃহস্পতিবার আবারও ছাত্র-জনতা গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করে বহিষ্কারের দাবি জানান।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তৌহিদী মুসলিম ও ছাত্র-জনতা। এ সময় উভয়মুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তিতাস থানা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরক্ষণেই তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে ছাবিকুলকে দলের সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করেন। 

বহিষ্কার পত্রে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি রাতে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামে বাৎসরিক ওরস মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। ওই বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমান, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বহিষ্কারের দাবি করেন। এছাড়া আপনার এ বক্তব্যে বিএনপির ভামমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনার বক্তব্যের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আপনাকে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও দলের সব ধরনের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানান, বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদানের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে দলীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন সদস্য সচিব পদসহ দলের সব ধরনের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম