Logo
Logo
×

সারাদেশ

টিলা কেটে ভিটা তৈরি, মালিককে জরিমানা

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

টিলা কেটে ভিটা তৈরি, মালিককে জরিমানা

মৌলভীবাজার জেলার বড়লেখায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে টিলা কেটে বাড়ির ভিটা তৈরির দায়ে ভূমি মালিক ইসলাম উদ্দিনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তর। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে টিলা না কাটার মুচলেকা আদায় করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। দণ্ডিত ইসলাম উদ্দিন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কতিপয় ব্যক্তি আইন-কানুনের তোয়াক্কা না করে গণহারে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে জলবায়ু পরিবর্তনসহ বন্যপ্রাণীরা আসাবস্থল হারাচ্ছে। 

নির্বিচারে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। 

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর মৌজায় ইসলাম উদ্দিন নামক ভূমি মালিক শ্রমিক দিয়ে টিলা শ্রেণির উঁচু টিলার মাটি কেটে ভিটা তৈরির সময় পরিবেশ ইন্সপেক্টর তাকে আটক করেন। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। 

তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার অবৈধভাবে টিলা কর্তনের দায়ে ভূমি মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গণহারে যেভাবে টিলা কাটা হচ্ছে, এতে অচিরেই এলাকায় আর পাহাড়-টিলার হদিস মিলবে না। পরিবেশের বিপর্যয় ঠেকাতে নিয়মিতভাবে টিলা কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম