Logo
Logo
×

সারাদেশ

নবীনগরের নৌকাডুবিতে শিশু নিহত, মা আহত

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

নবীনগরের নৌকাডুবিতে শিশু নিহত, মা আহত

অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে চার বছর বয়সী রিয়াদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা বিউটি আক্তার (২৩) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভার বড়বাজার সংলগ্ন তিতাস নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া সরকার বাড়ির শাহআলম মিয়ার ছেলে। 

নবীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীনগর সদর থেকে প্রায় ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা উরখলিয়া গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বড়বাজার নৌকাঘাট পার হওয়ার সময় অতিরিক্ত সিমেন্টের বস্তা ও অন্যান্য পণ্যের ভারে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়।

নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মা-ছেলে দুজনেই পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এবং স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের একটি নৌকার নিচে রিয়াদের লাশ ভেসে উঠতে দেখে উদ্ধারকারীরা। এর আগে আহত অবস্থায় বিউটি আক্তারকে উদ্ধার করা হয়।

নৌকার এক যাত্রী সালাম মিয়া জানান, নৌকায় অতিরিক্ত সিমেন্টের বস্তা বোঝাইয়ের কারণে এটি ভারী হয়ে যায় এবং তার চোখের সামনেই ডুবে যায়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিজা নিশা জানান, রিয়াদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত বিউটি আক্তারের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম