গোলাপগঞ্জে ৫ মিনিটে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম
![গোলাপগঞ্জে ৫ মিনিটে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Golapgonj-Sylhet-67a4b965188fc.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মাত্র ৫ মিনিটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের ম্যুরাল। বৃহস্পতিবার উপজেলা কমপ্লেক্সের ভেতরে থাকা ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকশ ছাত্র-জনতা মিছিলসহকারে উপজেলা চত্বরে আসেন। তারা পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বুলডোজার দিয়ে উপজেলা কমপ্লেক্সের ভেতর থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর উপজেলা চত্বরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলতে চাইলেও পারেননি। শুধু মুখের অংশ ভেঙে ফেলা হয়। এরপর বৃহস্পতিবার ছাত্র-জনতা মিছিলসহকারে গিয়ে বুলডোজার দিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।