Logo
Logo
×

সারাদেশ

মদ্যপানে প্রাণ গেল তিন যুবকের

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ পিএম

মদ্যপানে প্রাণ গেল তিন যুবকের

ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহতরা হলেন- সুমন মিয়া (৩৫), আব্দুল জলিল (৫৩) ও নিজাম উদ্দিন (৫০।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার রাতে চরমছলন্দ মদি পাড়া গ্রামে জলিলের বাড়িতে মদ পান করেন তিনজন। অতিরিক্ত পানের কারণে অসুস্থ হয়ে পড়েন তারা। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন মুত্যু হয় তিনজনের। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ির এসআই শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।  অন্যজনের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মৃত্যু হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম