Logo
Logo
×

সারাদেশ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ও কারখানায় আগুন

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ও কারখানায় আগুন

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এমপি শাহারিয়ার আলমের বাড়ি ও সোয়েটার কারখানার প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে। 

অন্যদিকে দুপুর দেড়টার দিকে উপজেলার চক সাতারি গ্রামে শাহারিয়ার আলমের সোয়েটার কারখানার প্রশিক্ষণ কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।  

হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কথা নিশ্চত করে ওই বাড়ির পাহারাদার জসিম উদ্দিন বলেন, একদল লোক এসে বাড়ির সামনে জড়ো হয়। এরপরে তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে। 

বাঘা থানার ওসি আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতা কাজ করছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম